বন্ধুরা, আমরা ইতোমধ্যেই জেনেছি, আমাদের এস এস সি ৯৭ ও এইচ এস সি ৯৯ ব্যাচের বন্ধু মো: মোফাজ্জেল হোসেন মুরাদ আজ মরণ ব্যাধি বোন ক্যান্সারে আক্রান্ত। মুরাদ বাবা মায়ের একমাত্র সন্তান। যদিও ওর বাবাও আর বেচে নেই। পরিবারে উপার্জনক্ষম বলতে আর কেউ নেই। মুরাদ দুই কন্যা সন্তানের বাবা, তার মধ্যে একটি সন্তান পৃথিবীতে এসেছে গত মাসেই। সদ্য জন্ম নেয়া ফুটফুটে বাবুটা কি জানে তার বাবা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে?
বোন ক্যান্সারের চিকিৎসা হলো বোন পরিবর্তন করা, যার জন্যে প্রয়োজন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা যা ওর পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব, এমন অবস্হায় যদি আমরা বন্ধুরা সাহায্যের হাত না বাড়াই, তাইলে কে বাড়াবে বলো?
যেভাবে ফয়সালের পাশে দাঁড়িয়েছি আমরা, একইভাবে দেশে ও বিদেশের সব বন্ধুরা যদি মুরাদের জন্যে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই আর যদি আল্লাহর ইচ্ছে হয়, সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে। তার বাচ্চারাও বাবার আদর থেকে বঞ্চিত হবে না। তবেই না সার্থকতা আমাদের এই বন্ধনের।
মুরাদের ক্যান্সারের চিকিৎসার সহযোগিতার জন্য তার ব্যাংক হিসাব এবং বিকাশ নম্বর নিচে দেয়া হলোঃ
Mofazzal Hossain
Dutch Bangla Bank Ltd
A/ C # 168103114504
Kushtia Branch, Kushtia
Bkash No#
01712-430290
মুরাদের আর একটা একাউন্ট:
Mofazzal Hossain Rupali Bank Kushtia
S/A No:14095
মুরাদের মামার ব্যাংক হিসাব নম্বরঃ
Amirul Islam,
Brac Bank Limited,
Board Bazar Branch, Gazipur.
A/C # 2004103014528001
Bkash No#
01791918858
(মুরাদ বর্তমানে তার এই মামার সাথেই ঢাকায় আছে এবং তিনি চিকিৎসা ও দেখাশোনা করছেন)
#মানুষ_মানুষের_জন্য
#জয়তু_বন্ধুত্ব_৯৭_৯৯
#Save_Murad